সরকার পতনের পর একজোট হয়ে ‘মব জাস্টিস’ নামে পরিচিতি পেয়েছে এমন একটি ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল।
এনসিপি মনে করছে, তার (হান্নান) এই সিদ্ধান্তে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে তাকে এখন জবাবদিহি করতে হবে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে তিন দিনের মধ্যে হান্নান মাসউদের কাছে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, “ধানমন্ডি থানার আওতাভূক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ।
“তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণ অব্যাহতি দেওয়া হয়। তা সত্ত্বেও আপনি থানায় উপস্থিত হয়ে তিনজনের মুচলেকা দিয়ে তাদের থানা থেকে জামিন করিয়েছেন।
“উক্ত ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
গত সোমবার রাতে ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে সাইফুলসহ কয়েকজন পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ বলছে, তারা একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বাসায় ঢোকার চেষ্টা করেন এবং তাকে গ্রেপ্তার করতে বলেন। কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারে অপারগতা প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় ধানমন্ডি থানা পুলিশ।
বিষয়টি জানতে পেরে এনসিপি নেতা হান্নান মাসউদ থানায় গিয়ে তিনজনকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনেন।
থানা থেকে বেরোনোর পর হান্নান মাসউদ সাংবাদিকদের বলেন, “একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি সমাধান করতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে, বহিরাগতরা আমাদের লোকদের ব্যবহারের চেষ্টা করছে।”
থানায় গিয়ে নিজ জিম্মায় তিনজনকে ছাড়িয়ে আনার ঘটনায় হান্নান মাসুদকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। নেটিজেনরা তাকে নিয়ে বিরুপ মন্তব্য করেন।
এমন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে এর কারণ ব্যাখ্যা করেন হান্নান মাসউদ।
স্ট্যাটাসে তিনি লেখেন, “মোহাম্মদপুর থানা বৈবিছাআ’র আহ্বায়কসহ তিনজনকে আটক করা হয় মবসৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈবিছাআ’র পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল।
“এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি। প্রশাসন ওদের বিরুদ্ধে কোন অভিযোগ রুজু করেননি এবং করতেও চাচ্ছিল না।”
প্রশাসনকে সহযোগিতা করছেন জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিল, যেটা পরবর্তীতে আমি জানতে পারি। এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে, ইনশাআল্লাহ এই মব সৃষ্টির মূল হোতারা দ্রুত এরেস্ট হবে।”
তার এমন ব্যাখ্যার পর তার স্ট্যাটাসে অনেকে মন্তব্য করেন। সেখানে হান্নান মাসউদকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন অনেকে।
এমন ঘটনায় এনসিপির ইমেজ ক্ষুণ্ন হয়েছে জানিয়ে বিব্রতবোধ করে দলটি। বিষয়টি নিয়ে আলোচনা হয় দলের ভেতরে। সমালোচনার মুখে হান্নান মাসউদকে শোকজ করার সিদ্ধান্ত নেয় নতুন রাজনৈতিক দলটি।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.