যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বসেছেন।
জাতীয় নির্বাচনের সময় নিয়ে বিতর্কের মধ্যে লন্ডনের ডরচেস্টার হোটেলে সেখানকার সময় শুক্রবার সকাল নয়টায় (বাংলাদেশের সময় বেলা দুইটায়) দুজনের মধ্যে বৈঠকটি শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে অংশ নিতে দুপুর ১টার দিকে বাসা থেকে রওনা হন তারেক রহমান। পৌনে ২টার দিকে তিনি হোটেলে পৌঁছান।
তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট দেশের দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকার গঠনের পর থেকেই বিএনপিসহ কয়েকটি দল দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে।
সরকার বলছে, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। তবে বিএনপির দাবি, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস এর আগেও বলেছেন, সর্বোচ্চ ২০২৬ সালের জুন পর্যন্ত সময় নিতে পারেন তিনি। তবে ঈদের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো দিন নির্বাচন হতে পারে।
এই ঘোষণায় বিএনপি সন্তুষ্ট নয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বড়জোর জানুয়ারির মধ্যে নির্বাচন দেখতে চায়।
এমন অবস্থায় নির্বাচনের সময়সহ বহু অমীমাংসিত বিষয় সামনে রেখে শুক্রবারের বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। আজকের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বৈঠককে ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বলেন, “আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন-সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এটি অনাদিকাল পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.