আপনার মা অসাধারণ মানুষ, তারেককে ইউনূস

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অসাধারণ’ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

- Advertisement -

শুক্রবার ডরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের শুরুতে কুশল বিনিময়ের সময় মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাঠানো একটি ভিডিওতে দেখা গেছে বৈঠকস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টা এগিয়ে তারেক রহমানকে স্বাগত জানান।

তাদের কথপোকথন

তারেক রহমান: আসসালামু আলাইকুম।

মুহাম্মদ ইউনূস: ওয়ালাইকুম সালাম, ওয়েলকাম।

তারেক: কেমন আছেন?

ইউনূস: জি আলহামদুলিল্লাহ, আসেন।

এসময় দুজন বৈঠক কক্ষে ঢোকেন।

ইউনূস: খুব ভালো লাগছে।

তারেক: আমার ও ভীষণ ভালো লাগছে। আই ফিল অনার্ড।

এসময় তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমদু চৌধুরীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, খসরু সাহেবের সাথে তো পরিচয় আছে? পরে মুহাম্মদ ইউনূস এবং আমীর করমর্দন করেন।

ইউনূস: আসেন। চলুন বসি।

তারেক: আপানার শরীর কেমন? ভালো আছেন?

ইউনূস: চলছে, টেনে টুনে চলছে।

তারেক: আম্মা সালাম জানিয়েছেন আপনাকে।

ইউনূস: অসংখ্য ধন্যবাদ। উনি অসাধারণ মানুষ। ওয়ালাইকুম আসসালাম।

এরপর তারা বসেন।

ইউনূস: আজকের আবহাওয়াটা বেশ ভালো।

তারেক: দারুণ। হোটেলটাও ভাল জায়গায়।

বৈঠক শেষে তারেক রহমান প্রধান উপদেষ্টা ইউনূসকে বিশ্বখ্যাত লেখনিসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়াটারমার্ক প্যারিসের’ একটি স্বর্ণমোড়ানো কলম, গ্রেটা থুনবার্গের লেখা ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেক অ্যা ডিফারেন্স’ এবং ক্যারেন ম্যাকার্থি উল্‌ফ ও মোনা আরশির লেখা ‘নেচার ম্যাটার্স: ভাইটাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি’ দুটি বই উপহার দেন।

You might also like