চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার পদক্ষেপ, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ, স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে বাংলাদেশকে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে’ জড়ানোর চেষ্টা বন্ধের দাবিতে শুক্রবার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু করেছে ‘সাম্রাজবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামের একটি প্ল্যাটফর্ম। অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ছয় শতাধিক নেতাকর্মী দুই দিনের এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
নিউমুরিংসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া বন্ধ, রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালনা, রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ, স্টারলিংক, সমরাস্ত্র কারখানা, করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ, মার্কিন ভারতসহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশসমূহের সাথে আওয়ামী ফ্যাসিবাদী সরকারসহ বিগত সকল সরকারের আমলে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশ কর এবং জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম এই রোডমার্চ অনুষ্ঠিত হচ্ছে ।