জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট করেছে বিএনপির প্রতিনিধি দল।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস সার্ভিস একাডেমিতে ২০তম দিনের বৈঠক শুরুর কয়েক মিনিট পরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বের হয়ে যান।
রাষ্ট্রের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন বাদে অন্য চারটি প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হলে বিএনপি অংশগ্রহণ করবে না। গত ২২ জুলাই জানিয়ে দিয়েছিল বিএনপি।
সাংবাদিকদের তিনি জানান, আজ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিধান সম্পর্কিত আলোচনা করায় মূলত এ ওয়াকআউট।
তিনি জানান, ওয়াকআউট করলেও দিনের অধিবেশনে যেকোনও সময় যোগ দিতে পারেন তারা।
বিএনপি আলোচনা থেকে বের হয়ে যাওয়ার পর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি দল আলোচনা করছে না তাহলে এই বিষয়ে ঐক্যমত্ত কীভাবে হবে, আলোচনা চালানো হবে কি না।
জবাবে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, বিএনপি আগেই বলেছিল এই চারটি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আলোচনায় বিএনপি থাকবে না। তারা এই প্রতিষ্ঠানগুলো নিয়োগ পদ্ধতি সংবিধানে যুক্ত করার বিরুদ্ধে।
আলী রীয়াজ বলেন, একটা দলের কারণে আলোচ্য সূচি বাদ দিতে পারে না কমিশন। তবে একটা বড় দল না থাকলে আলোচনা কার্যকর হবে না সবাই এটি মনে করলে কমিশন বিষয়টি বিবেচনা করবে।
অবশ্য কিছু সময় পর বিএনপি আবার আলোচনায় যোগ দেয়।