শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্যা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের সেনাবাহিনী আটক করেছে বলে জানায় স্থানীয়রা। তবে, আটকের বিষয়টি এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, আমরা আটকের খবর শুনেছি। তবে কে, কখন, কোথা থেকে আটক করেছে- সে বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরাও বিষয়টি জানার চেষ্টা করছি। এ অভিযানে জেলা পুলিশের কোনো সদস্য অংশ নেয়নি।