ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৫

৩২

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন।

- Advertisement -

- Advertisement -

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিকদের (রাজমিস্ত্রি) বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশে যাচ্ছিল। পরে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।