ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ জাতিসংঘের ওপর নির্ভর করতে পারে: গুতেরেস

গুরুত্বপূর্ণ সংস্কার এবং রূপান্তরের মধ্য দিয়ে সবার জন্য একটি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ জাতিসংঘের ওপর নির্ভর করতে পারে বলে বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

- Advertisement -

- Advertisement -

শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব। এরপর এক্সে এক বার্তায় তিনি ওই কথা জানান। বার্তাটি জাতিসংঘের ঢাকা কার্যালয়ের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

গুতেরেসের এক্স বার্তায় তিনি বলেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে জন্য ধন্যবাদ জানাই।’

এতে বলা হয়, ‘দেশটির (বাংলাদেশ) গুরুত্বপূর্ণ সংস্কার এবং রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ার সময়, সকলের জন্য একটি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে আপনি জাতিসংঘের ওপর নির্ভর করতে পারেন।’

এরআগে সকাল ১০টার দিকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগ দেবেন।