দোল উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

60

হোলি বা দোল উৎসবের সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে ভারত অংশে আটকা পড়েছে ৫ শতাধিক পণ্যবোঝাই ট্রাক।

- Advertisement -

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন থেকে পত্র দিয়ে এ বিষয়ে জানানো হয়েছে। ভারতে দোলপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে রবিবার সকাল থেকে পুরোদমে আবারও আমদানি-রপ্তানি কাজকর্ম চলবে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতে হোলি বা দোল উৎসবের কারণে পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাক চালকেরা নিজ নিজ এলাকায় গেছেন। ফলে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই বন্দরের সব কাজে ভাটা পড়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির জন্য শনিবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করার পর ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঞা জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

You might also like