মাদারীপুরে দু-পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত, আহত ৮

১২

মাদারীপুরের সদর উপজেলায় অবৈধ বালু ব্যবসায় নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আটজন।

- Advertisement -

- Advertisement -

আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় নিহতদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।

নিহতরা হলেন- সদর উপ‌জেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রা‌মের আজিবর সরদারের ছে‌লে সাইফুল সরদার (৪০) ও অলিল সরদার (৩৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খা নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান খানের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার দুপুর ১২টার দিকে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সাইফুল সরদার ও তার ছোট ভাই অলিল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় অন্তত ৮ জন আহত হন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষের সময়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছে।