মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি শুধুমাত্র বাণিজ্যের জন্যই নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও বড় এক অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে ২০২৬ ফুটবল বিশ্বকাপে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে স্টক মার্কেটে থাকা ক্রীড়াসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে দরপতন ঘটেছে।
শুল্ক নীতি ঘোষণার পর প্রথম ধাক্কা লাগে স্টক মার্কেটে। ক্রীড়াসামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান আন্ডারআর্মার, নাইকি, অ্যাডিডাসের শেয়ারে দরপতন ঘটেছে। এভাবে চলতে থাকলে ২০২৬ বিশ্বকাপে টাইটেল স্পন্সর নিয়ে বিপাকে পড়তে হবে ফিফাকে।
কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। এই ধরণের বৈশ্বিক আয়োজনে স্পন্সর হিসেবে অংশ নেয় বিশ্বের বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। তবে, ট্রাম্পের উচ্চ শুল্কহার দেখে অনেক স্পন্সর তাদের বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে পারে।
নাইকি, অ্যাডিডাস, পুমার মতো ক্রীড়া সামগ্রী নির্মাতারা মূলত এশিয়া থেকে কাঁচামাল আমদানি করে। ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে এই কোম্পানিগুলোর উৎপাদন খরচ বাড়তে পারে, যার বড় প্রভাব পড়বে ভোক্তাদের ওপরও। বেশি দাম দিয়ে ক্রীড়াসামগ্রী সংগ্রহ করতে হবে।
এমন দরপতনের ঘটনায় বড় ধরনের বিনিয়োগ থেকে সরে আসতে পারে বড় বড় কোম্পানিগুলো। যাদের মধ্যে অন্যতম সৌদি আরবের আরামকো, কাতারের কাতার এয়ারওয়ে, চীনের লেনোভোর মতো প্রতিষ্ঠান। সবমিলিয়ে ট্রাম্পের শুল্কনীতিতে বেশ চাপেই আছে ফিফা।
নতুন এই অর্থনৈতিক বাস্তবতায় ক্রীড়া প্রতিষ্ঠানের পাশাপাশি বিনিয়োগকারীদের মানিয়ে নেওয়াটা বেশ কঠিন। তবে, ২০২৬ বিশ্বকাপ আয়োজনে হোয়াইট হাউজ টাস্কফোর্সের প্রধান ডোনাল্ড ট্রাম্প নিজেই। এই নেতিবাচক প্রভাব কমাতে কি ধরনের ভূমিকা রাখেন, সেটাই এখন দেখার বিষয়।