যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আলোচনায় জরুরি বৈঠকের ডাক প্রধান উপদেষ্টার

28

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয় নিয়ে আলোচনার জন্য ‘জরুরি বৈঠক’ ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

- Advertisement -

শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

শফিকুল আলমের পোস্টে বলা হয়, আজ সন্ধ্যা নাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই জরুরি বৈঠক ডেকেছেন অধ্যাপক ইউনূস।

জরুরি বৈঠকে উপদেষ্টারা, শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও কর্মকর্তারা অংশ নেবেন বলে জানিয়েছেন শফিকুল আলম।

গত বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ হারে পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বেশির ভাগ দেশের পণ্যে এমন শুল্ক আরোপ করা হয়েছে।

যে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বেশি, সেই দেশের ওপর বেশি হারে শুল্ক আরোপ হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে।

শুল্ক আরোপের ঘটনায় বিভিন্ন দেশ ব্যবস্থা নিতে শুরু করেছে। এ ব্যাপারে বাংলাদেশও উদ্যোগ নিচ্ছে।

You might also like