ভারতসহ ৫ দেশের ওপর ১৫০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

81

ভারতসহ ব্রিকসের সদস্যভুক্ত পাঁচটি দেশ—চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

- Advertisement -

- Advertisement -

স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই হুমকি দেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়।

গতকাল ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে ব্রিকস দেশগুলো আমাদের ডলার ধ্বংসের পাঁয়তারা করছে। তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চায়।’

তিনি বলেন, ‘ব্রিকস দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে তাদের পণ্যের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ব্রিকসকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘ব্রিকস রাষ্ট্রগুলো যদি ডলার ধ্বংসের চেষ্টা করে, তবে তাদের পণ্যের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না।’

ট্রাম্পের এই হুমকির পর ব্রিকস দেশগুলোর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ব্রিকস দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে, তাহলে তিনি তাদের আমদানির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

গতকাল সেই বক্তব্য থেকে সরে এসে ট্রাম্প ১৫০ শতাংশ শুল্ক আরোপের কথা জানালেন। তিনি বলেন, কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে, তবে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।

ব্রিকস হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। এই জোট বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করে আসছে।

You might also like