যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। যেখানে তিনি বাংলাদেশের ওপর শুল্ক আরোপের সরাসরি বিরোধিতা করেছেন।
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সেই সাক্ষাৎকারে ক্রুগম্যান বলেন, “বাংলাদেশের পোশাক শিল্পে শুল্ক আরোপটা ঠিক এমন কাজ- যা আপনার করা উচিত নয়। কারণ এই পদক্ষেপ মার্কিনিদের জীবনকে মোটেও নিরাপদ করবে না উলটো বিঘ্ন সৃষ্টি করবে। ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করবে।”
যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তার কথা বলে উৎপাদন ফিরিয়ে আনার চেষ্টার কথা বলা হচ্ছে। ক্রুগম্যানের মতে, তেমনি বন্ধু ও প্রতিবেশী দেশেও উৎপাদন করা প্রয়োজন, এতে সরবরাহব্যবস্থার ওপর ভরসা করা যায়।
এই উভয় বিবেচনায় বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর মতো দেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা ঠিক হয়নি বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
পল ক্রুগম্যান একজন প্রখ্যাত আমেরিকান অর্থনীতিবিদ, যিনি ২০০৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন ও মুদ্রানীতির বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ।
রপ্তানিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক আরোপের ঘটনায় স্বস্তিতে নেই ঢাকা। এরই মধ্যে নতুন শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করার আহ্বান জানিয়ে ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠনো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, “আমি এই চিঠির মাধ্যমে আপনাকে (ট্রাম্প) আশ্বস্ত করতে চাই যে, আপনার বাণিজ্যিক এজেন্ডা পূর্ণ সমর্থনে প্রয়োজনীয় সব পদক্ষেপ বাংলাদেশ গ্রহণ করবে।
“…চলমান পরিকল্পিত কাজগুলো আমরা পরবর্তী প্রান্তিকের মধ্যে শেষ করব। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে গুরুত্বপূর্ণ কাজগুলো সূচারুভাবে শেষ করতে দয়া করে প্রয়োজনীয় সময় আমাদের দিন।”