জঙ্গিদের কঠোর শাস্তির হুঁশিয়ারি অমিত শাহ’র

3

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর জঙ্গিদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যারা পেহেলগামে কাপুরুষোচিত হামলা চালিয়েছে, তারা কেউ রেহাই পাবে না। একেকজনকে চিহ্নিত করে জবাব (চুন চুন কে জবাব) দেওয়া হবে। যারা ভাবে ২৬ জনকে হত্যা করে তারা জিতে গেছে, তারা ভুল করছে।”
তিনি আরও বলেন, “এটা নরেন্দ্র মোদীর সরকার। কাউকে ছেড়ে দেওয়া হবে না। দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করাই আমাদের সংকল্প। আর সেটাই হবে।”
২২ এপ্রিলের ওই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়, হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা। সেবার আত্মঘাতী হামলার জবাবে ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালিয়েছিল।

- Advertisement -

- Advertisement -

You might also like