ভারতে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে ১০ জনের মৃত্যু

২৬

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

- Advertisement -

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন।

গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উৎসবকে বলা হয় মহাকুম্ভ মেলা। সেখানে যোগ দিতে ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে একদল পুন্যার্থী গাড়ি করে যাচ্ছিলেন। অপরদিকে রাজগড় জেলা থেকে আরেকটি গাড়িতে করে আসছিলেন আরেকদল পুন্যার্থী। দুটি গাড়ি প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে ১০ জনের মৃত্যু এবং ১৯ জন আহত হন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং  ত্রাণ কাজ দ্রুত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হয়ে ৪০ জন নিহত হন। এ ছাড়া গত সপ্তাহে মহাকুম্ভ মেলা থেকে ফিরে আসার পথ ৭ জন মারা যান।

এনডিটিভি জানিয়েছে, ভারতে ১৩ জানুয়ারি শুরু হওয়া এই মহাকুম্ভ মেলা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।