পাকিস্তানিদের ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

18

কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব ধরনের ভিসা বাতিল করেছে ভারত। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়তে বলা হয়েছে। এই সিদ্ধান্তের মধ্যে চিকিৎসা ভিসাও রয়েছে।

- Advertisement -

- Advertisement -

বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার কাশ্মীরের পাহালগামে নৃশংস হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নিল দেশটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি নাগরিকদের দেওয়া সমস্ত বৈধ ভিসা রবিবার থেকে বাতিল বলে গণ্য হবে। পাকিস্তানি নাগরিকদের দেওয়া চিকিৎসা ভিসাও মঙ্গলবার পর্যন্তই বৈধ থাকবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানিদের অবশ্যই নতুন সময়সীমা অনুযায়ী তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশ ত্যাগ করতে হবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, যেসব পাকিস্তানি নাগরিক ইতিমধ্যেই ভারতীয় ভিসা পেয়েছেন, তাদের অনেকেই আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে।

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিসেবা স্থগিত থাকার অর্থ, এখন থেকে তারা ভারতে ভ্রমণের জন্য আর ভিসা পাবেন না।

ভারতীয় নাগরিকদের উদ্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানে ভ্রমণ এড়িয়ে চলার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। যেসব ভারতীয় নাগরিক বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন, তাদেরও দ্রুত ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

You might also like