গুজরাটে ১০২৪ বাংলাদেশি গ্রেপ্তার

13

ভারতের গুজরাটে অবৈধভাবে বাস করা অভিযোগে ১ হাজার ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ্য পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তারা ভুয়া কাগজপত্র বানিয়ে ভারতে বসবাস করছিলেন।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদ এবং সুরাট শহর থেকে এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুজন জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্য বলে দাবি করেছে গুজরাট সরকার।
এক বিবৃতিতে বলা হয়েছে, গুজরাটে বসবাসরত সব বাংলাদেশিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করার জন্য সময় দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে অবৈধভাবে বসবাসকারী সকল বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।

- Advertisement -

- Advertisement -

শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানকে এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান বলে উল্লেখ করেছে রাজ্য সরকার।

এতে বলা হয়েছে, আহমেদাবাদে ৮৯০ জন এবং সুরাটে অতিরিক্ত ১৩৪ জন বাংলাদেশি আটক করা হয়েছে।

কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এমন অভিযান চালানো হচ্ছে।

রাজ্য সরকার জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ থেকে ভুয়া নথিপত্র সংগ্রহ করে গুজরাটে বসবাস করছিলেন।