ভারত ও পাকিস্তানকে আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার মধ্যে রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই আহ্বান জানান।
তিনি বলেন, “ভারত ও পাকিস্তান-উভয় দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক বিদ্যমান। আমরা চাই, তারা আলোচনা করে চলমান সমস্যার সমাধানে পৌঁছুক।”
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে যুদ্ধের আশঙ্কার কথা বলাবলি হচ্ছে।
ভারত এরই মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এমনটা হলে -পাকিস্তান তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখবে।
এরই মধ্যে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির খবর আসছে সংবাদমাধ্যমে। দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সংবাদও প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা তৌহিদ ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই।
“ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাতময় সম্পর্ক চলছে। আমরা চাই না এই অঞ্চলে কোনো নতুন সংঘাত সৃষ্টি হোক, যা এখানকার মানুষের জন্য বিপজ্জনক হতে পারে।”
ভারত-পাকিস্তানে নতুন উত্তেজনার মধ্যে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ঢাকার অবস্থান তুলে ধরেন উপদেষ্টা তৌহিদ হোসেন।
ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতার বিষয়ে কয়েকটি দেশ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আলাপ-আলোচনা হোক, কিংবা মধ্যস্থতা-যেভাবেই হোক, আমরা চাই এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান হোক।”
বাংলাদেশ এ সংকট সমাধানে কোনো ভূমিকা রাখতে আগ্রহী কি না- এক সংবাদকর্মীর এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা যদি মধ্যস্থতার প্রস্তাব পাই, তবে সেটা বিবেচনা করব। তবে বাংলাদেশ আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নয়।”
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.