বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশে বড় ধরনের অর্থ সহায়তা বাতিল করেছে আমেরিকা। ইলন মাস্কের নেতৃত্বাধীন মার্কিন দপ্তরের সিন্ধান্তের এসব সহায়তা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে বাংলাদেশের জন্য বরাদ্দ ২৯ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তাও বাতিল করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে রবিবার প্রকাশিত এক প্রতিবেদন বলা হয়েছে, নতুন সিদ্ধান্তে ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে আমেরিকা।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ৩ দিনের মাথায় এ সিদ্ধান্ত জানাল ওয়াশিংটন।
যদিও বৈঠকের পর দুই নেতা মার্কিন-ভারত সম্পর্ককে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘোষণা দিয়েছিলেন। এবার ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) তরফ থেকে নতুন এই তথ্য জানানো হলো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবদেনে বলা হয়েছে, সরকারি বাজেট কমাতে বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশের বড় ধরনের অর্থ সহায়তা বাতিলের এই উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
এ ছাড়া নেপাল, মালি ও সার্বিয়াসহ আরও কয়েকটি দেশে অর্থ সহায়তা বাতিল করা হয়েছে।